জ্ঞান-বিজ্ঞান-আবিষ্কার প্রযুক্তির অঙ্গীকার!

বিজ্ঞানকে আলিঙ্গন করুন, নতুন সম্ভাবনা আবিষ্কার করুন!

আপনাদের স্বাগত জানাই 'বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩' তে। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব সকল স্তরের মানুষের মধ্যে বিজ্ঞান চর্চার প্রচার প্রসারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩

বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে বিজ্ঞানের অসীম শক্তিতে পুরো বিশ্ব আজ হাতের মুঠোয়। আধুনিক জীবনে বিজ্ঞান ছাড়া মানুষের পক্ষে এক মূহুর্তও চলা সম্ভব নয়। এই বছর আমরা আপনাদেরকে একটি অদূরদর্শী অসীম জ্ঞানের মহাসাগরে নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসব শিক্ষার্থীদের অদম্য চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহ যোগানোর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা যাচাইয়ের সুযোগ দিয়ে তাদেরকে আরো বিজ্ঞানমনস্ক করে তুলতে সাহায্য করে।

আগামী ২রা সেপ্টেম্বর, ২০২৩ রোজ শনিবার  বিশ্ববিদ্যালয়ে্র আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনেবঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩অনুষ্ঠিত হবে।

যে সকল সেগমেন্ট থাকছে এই উৎসবেঃ

. প্রোজেক্ট শো

. অলিম্পিয়াড

. ড্রইং

. রুবিক্স কিউব

. সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন

. সায়েন্টিফিক রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন

. রিয়েল লাইফ প্রবলেম সল্ভিং

. কেস স্টাডি

সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন

🔰বিস্তারিতঃ

১। প্রোজেক্ট শোঃ

এই কম্পিটিশনে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করতে পারবে। কম্পিটিশনে একক, দুই/তিন জন করে একটি টীম হবে প্রত্যেক টিম তাদের জন্য বরাদ্দকৃত স্টলে তাদের নিজ থেকে তৈরী যেকোন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট দেখাতে পারবে।

২। সায়েন্স অলিম্পিয়াডঃ

এখানেও শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে।

সায়েন্স অলিম্পিয়াডে টি গ্রুপে ভাগ থাকবে।

1️⃣  লেভেল-: ক্লাস -

2️⃣  লেভেল-: ক্লাস -১০

3️⃣  লেভেল-: ক্লাস ১১-১২

অলিম্পিয়াডে প্রতিটি গ্রুপে টি বিষয় থেকে প্রশ্ন থাকবে (বিজ্ঞান বিষয়ক, গণিত & আইসিটি)

৩। ড্রইংঃ

এখানে আপনার জন্য একটি ঘটনা প্রবাহ উল্লেখ থাকবে যে কোন প্রকিয়াকে ছবির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আপনার আকা ছবিটির নিচে তা দ্বারা কি বুঝিয়েছেন তা টি বাক্যর মাধ্যমে লিখতে হবে। শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য।

৪। রুবিক্স কিউব অন স্পট প্রতিযোগীতা। এখানে যে কেউ অংশগ্রহন করতে পারবে।

৫। সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন

আপনার যে কোন বিজ্ঞান বিষয়ক চিন্তা, ইমাজিনেশন বা যেকোন উদ্ভাবনী সমাধানযোগ্য সমস্যা নিয়ে আপনাকে পোস্টার রেডি করতে হবে। আপনার বিষয়টি এমন হতে হবে যা আমাদের সমসাময়িক সমস্যাগুলোর সমাধান করতে পারবে।

৬। সায়েন্টিফিক রিসার্চ আইডিয়া কম্পিটিশনঃ

স্লাইড প্রেজেন্টেশানের মাধ্যমে সায়েন্স রিলেটেড রিসার্চ আইডিয়া কম্পিটিশন দিতে হবে। প্রেজেন্টেশন শুধুমাত্র একটি পাওয়ার পয়েন্ট স্লাইড কিংবা পোস্টারের মাধ্যমে দিতে পারবেন। বিচারক হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিষয়ের এক্সপার্টরা। রেজিস্ট্রেশনের সময়সীমার দুই দিনের মধ্যেই আপনাকে  পিডিএফ আকারে এবস্ট্রাক্ট সাবমিট করতে হবে।

৭। রিয়েল লাইফ প্রবলেম সল্ভিংঃ

দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। কোনোটার সমাধান মেলে আবার কোনো সমস্যা দিন দিন বড় হতে থাকে। আবার একটা সমস্যার কয়েকভাবে সমাধান করা যায়। মজার এই প্রতিযোগিতায় আপনাদের বাস্তব অথবা কাল্পনিক একটা সমস্যা দেওয়া থাকবে। যারা সবচেয়ে গ্রহণযোগ্য উপযোগী সমাধান দিতে পারবেন তারাই বিজয়ী বলে বিবেচিত হবেন।

৮। কেস স্টাডিঃ

এখানে বিভিন্ন বিষয়ের উপর কিছু কথোপকথনমূলক উদ্দীপক থাকবে। সেই উদ্দীপকের উপর ভিত্তি করে কিছু কেস দেয়া থাকবে যা বিচার-বিশ্লেষণ করে উত্তর প্রদান করতে হবে।।

 🔊সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশনঃ

বিজ্ঞান বিষয়ক যেকোনো টপিক সেই বিষয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে আপনাদের অনুচ্ছেদের PDF File পাঠাতে হবে আমাদের ইমেইলে (bsmrstuscienceclub@gmail.com) ইমেইলের সাব্জেক্টে অবশ্যই “Magazine Submission” লিখতে ভুলবেন না। এটাচমেন্ট এর সাথে আপনার নাম,মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিক ভাবে লিখবেন। সমস্ত তথ্য ঠিক ভাবে প্রদান না করলে তার ইমেইল বাতিল বলে গন্য হবে। অথবা হাতে লিখে সরাসরি জমা দিতে পারবেন উৎসবের আগের দিন অব্দি আমদের যেকোন প্রতিনিধির কাছে। এই প্রতিযোগীতা সকলের জন্য উন্মুক্ত। ( কোন রেজিস্ট্রেশন ফি নেই)

🔰রেজিস্ট্রেশনে ফিঃ

রেজিস্ট্রেশন ফি সকল বিভাগের জন্য একই থাকবে। তবে,

একক রেজিস্ট্রেশন ফিঃ ১২৩ টাকা

টিম রেজিস্ট্রেশন ফিঃ ২২২ টাকা ( জনের) এবং ৩২১ টাকা ( জনের)

একবার রেজিস্ট্রেশন করার মাধ্যমে শিক্ষার্থী সর্বোচ্চ টি সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে।

🔰রেজিস্ট্রেশানের প্রক্রিয়াঃ

প্রথমে ফি "Send Money" করে তারপর ফর্ম পূরন করবেন।

📌 অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বিকাশ/নগদ/রকেট মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। "Send Money" করার সময় রেফারেন্স এর জায়গায় আপনার নাম লিখবেন।

রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/dJ3RM7frneLLBuN18

অনলাইন রেজিস্ট্রেশনের ফি প্রদানের জন্যঃ

বিকাশ- 01767859544

নগদ- 01767859544

রকেট- 01767859544-6

📌 অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্পাস চত্বরে বুথে যোগাযোগ করুন।

📌 এসএমএসেও করা যাবে রেজিষ্ট্রেশন। রেজিস্ট্রেশনের SMS পাঠানোর নিয়মঃ BSMRSTUSC <space> Category (School/College/Varsity) <space> Team/Individual <space> Name <space>Institute Name <space> Member (1/2/3) <space> Class <space> Phone Num উদাহরণঃ BSMRSTUSC School Individual Rasel Khan Bangabandhu University School & College 1 8 01XXXXXXXXX. SMS টি 01767859544 নম্বরে পাঠাতে হবে।

🟪রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৬ আগস্ট, ২০২৩ (আসন সীমিত)

রেজিস্ট্রেশন এর পরবর্তি ৪৮-৭২ ঘন্টার মধ্যে কনফার্মেশন পাবেন ফোনের মাধ্যমে। তাই ফর্মে অবশ্যই ফোন নম্বর দিতে ভুলবেন না।

রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন,

01767859544 (আরিফুল)

🔰অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের জন্য থাকছে সার্টিফিকেট দুপুরের খাবার। আর বিজয়ীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট প্রাইজমানিসহ আকর্ষনীয় পুরষ্কার।

🔰যোগাযোগঃ

01793379969 (আহ্বায়ক)

01851573452 (প্রেসিডেন্ট)

01969565149 (সাধারণ সম্পাদক)

01519600297 (অফিস) অথবা BSMRSTU Science Club এই ঠিকানায়।

বিস্তারিত যে কোন তথ্যের জন্য ভিজিট করুণ আমাদের ওয়েবসাইট www.bsmrstuscienceclub.blogspot.com তে।