"কল্পবিজ্ঞানে বিজ্ঞানচর্চা"

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক বিষয়সমূহে মেধার বিকাশ,প্রতিযোগিতা সৃষ্টি ও সচেতনতা তৈরির লক্ষে বিজ্ঞানচর্চার বিকল্প নেই।বিজ্ঞানচর্চা সৃষ্টির ধারাবাহিক কার্যক্রমসমূহের মধ্যে, বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব বশেমুরবিপ্রবিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো,"বিজ্ঞান কল্পকাহিনী লেখা প্রতিযোগিতা -২০২২"।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই।

📌 নিয়মাবলী📌 :-

১.বাংলা অথবা ইংরেজি যেকোনো ভাষায় লেখনি পাঠানো যাবে।হার্ড কপি, সফট কপি - ডকুমেন্ট বা পিডিএফ ফরমেটে প্রদান করা যাবে।লেখনির শেষ অংশে লেখকের পরিচয়, অধ্যায়রত বর্ষ,ডিপার্টমেন্ট ও মোবাইল নাম্বার দিতে হবে।

২.লেখনি অবশ্যই মৌলিক হতে হবে এবং শব্দ সংখ্যা সর্বোচ্চ ১৫০০ এর মধ্যে হতে হবে।

৩.লেখা সাবমিটের শেষ তারিখ: ১৩ই আগষ্ট, ২০২২ ইং।

৪.লেখা পাঠানোর ঠিকানা:bsmrstuscienceclub@gmail.com 

বা হার্ডকপি জমা প্রদানের ক্ষেত্রে,

যোগাযোগ : 

01781873849 (জারিন সাঁঝি)

01951535254 (আরিফুল)


✍️বাছাই পর্বে শ্রেষ্ঠ লেখনি নির্বাচনের ক্ষেত্রে ইভেন্টে বিচারকের দ্বায়িত্বে থাকবেন :

Dr. Md Kamruzzaman Sir

President,

BSMRSTU Teachers' Association

          &

Associate Professor, 

Applied Chemistry & Chemical Engineering,  BSMRSTU. 

  

✍️ নির্বাচিত শ্রেষ্ঠ তিন লেখকের জন্য থাকছে তিনটি বিশেষ আকর্ষণীয় বিজয়ী পুরস্কার এবং  সার্টিফিকেট। 

✍️ নির্বাচিত সেরা দশ লেখকের তালিকা প্রকাশ ও নির্বাচিত লেখাসমূহ থেকে বাছাইকৃত লেখনি পরবর্তীতে বিজ্ঞান ক্লাব কর্তৃক প্রকাশিত সাইন্স ম্যাগাজিনে প্রকাশ করা হবে।

✍️প্রয়োজনে যোগাযোগ :

01781873849 (জারিন সাঁঝি)

01951535254 (আরিফুল)


ধন্যবাদান্তে, 

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব।