"Unlock Your Curiosity, Ignite Your Passion: BSMRSTU Science Club 2023 Orientation!"

গতকাল চমৎকার এক আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের বছরের অন্যতম আয়োজনব্রেইন টিজিং কনটেস্ট . ২০২৩ সালে ক্লাবে যুক্ত হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ

শনিবার সকাল ৯ঃ৪০ মিনিটে কনটেস্টের পরীক্ষা শুরু হবার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় এবং ১১ঃ১৫ মিনিটে নবীনবরণ অনুষ্ঠিত হওয়ার মধ্যে আমাদের আয়োজনের মূল পর্ব শেষ হয়।এরপর বেলা ১২ টায় আমাদের প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ক্যাম্পাস ক্লাবিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আমাদের আয়োজন শেষ হয়।

নবীনবরণে ক্লাবে নবীন সদস্যদের বরণের পাশাপাশি 'ব্রেইন টিজিং কনটেস্ট . এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানসহ " Unlock Your Curiosity, Ignite Your Passion " শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা . কামরুজ্জামান স্যার , ক্লাবের উপদেষ্টা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অহনা আরেফিন ম্যাম বিজিই বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ স্যার।

কনটেস্টে বিজয়ী প্রথম জনকে পুরষ্কার প্রদানের পাশাপাশি ক্লাবের বিগত কয়েক মাসের বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড লাভ করেন মূসা, আলিফ, শুভ, আরিফুল, অনিন্দিতা অর্ণব। এছাড়া ব্রাইটস্কিলস বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের যৌথব্লকচেইন ওয়ার্কশপে কুইজ বিজয়ী মুনিমকে পুরষ্কার প্রদান করা হয়।