আজ ১৪ই মার্চ।  বিশ্ব পাই(π) দিবস।  মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং স্টিভেন হকিং এর প্রয়াণ দিবস।

📍পাই (π) একটি গানিতিক ধ্রুবক।  এই ধ্রুবকের মান .১৪১৫৯ ( দশমিক স্থান পর্যন্ত)  π গ্রিক বর্ণমালার ১৬তম বর্ণ। গ্রিক শব্দ ‘περιφέρεια’ (যার অর্থ Periphery) এবং ‘περίμετρος’(যার অর্থ Perimeter) এর প্রথম বর্ণ হচ্ছে π ধরা হয়ে থাকে পরিধি বা Perimeter শব্দটি থেকেই π এর ব্যবহার হয়ে আসছে।কম্পিউটারের সাহায্যে π এর মান দশমিকের পর ২২ ট্রিলিয়ন ( এর পর ১২টি শূন্য, ১০১২) পর্যন্ত বের করা সম্ভব।

📍পাই-এর মান প্রায় .১৪ বলে প্রতি বছর মার্চ ১৪ তারিখ (/১৪) পাই দিবস হিসাবে পালিত হয়ে থাকে।  পাই দিবস কখনও কখনও ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে উদযাপন করা হয়। এই দিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ডও বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়।

📍১৯৮৮ সালে প্রথমবারের মতো পাই দিবস পালিত হয় সানফ্রানসিসকো-এর একটি বিজ্ঞান জাদুঘরে। জাদুঘরের বৃত্তাকার স্থানে এর কর্মচারী দর্শনার্থীরা মিলে কেক (পাই) খেয়ে দিনটি উদ্যাপন করেন। জাদুঘরের কর্মকর্তা "ল্যারি'" এই দিবস উদ্যাপনের উদ্যোক্তা বলে তাকেপাই‌‌-এর রাজপুত্রবলা হয়।

📍২০০৬ সাল থেকে বাংলাদেশে পাই দিবস উদযাপিত হচ্ছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে দেশে এই দিবস উদ্যাপন শুরু হয়।