বশেমুবিপ্রবি বিজ্ঞান ক্লাব ও ব্রাইট স্কিলস আয়োজিত ব্লকচেইন প্রযুক্তির ওপর ফ্রি ওয়েবিনার "Exploring the Power of Blockchain: Revolutionizing the Future of Technology" গতকাল সফল্ভাবে সম্পন্ন হয়। এতে শিক্ষার্থীরা নিজেরদের জ্ঞানকে সমৃদ্ধশালী করে তুলতে ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে সঠিক দিক নির্দেশনা লাভ করে।

ওয়েবিনারে স্পিকার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ আইটির ব্লকচেইন ও ডাটা সাইন্স এক্সপার্ট সৈকত মজুমদার। যার মাধ্যমে ব্লকচেইন কি বা কেনো, কিভাবে কাজ করে, এর ভবিষ্যৎ কি এবং এ ধরনের সকল বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে।

ওয়েবিনার শেষে ব্লকচেইন নিয়ে করা কুইজের বিজয়ী হন বশেমুরবিপ্রবি এর সিএসই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল মুনিম।