"Solving Problems, Breaking Boundaries” প্রতিপাদ্যকে সামনে রেখে বশেমুরবিপ্রবিতে প্রথমবারের
মতো আয়োজিত হতে যাচ্ছে "Winter Olympiad 2023" যা দুইটি সেগমেন্টে
বিভক্ত। প্রথমটি গণিত এবং অপরটি
হচ্ছে জীববিজ্ঞান। শিক্ষার্থীরা চাইলে যেকোনো একটি অথবা দুইটি
সেগমেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বর্তমানে
পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই এক্টিভিটি
গুলো একজনকে এগিয়ে রাখে বহুগুণ। তাই
নিজের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করতে ও একটি
স্বপ্নবাজ, বিজ্ঞানমনস্ক মেধাকে যাচাই করতে চাইলে "Winter Olympiad 2023" অংশগ্রহণ করুন।
অলিম্পিয়াড
এর সাথে টিপিক্যাল এক্সামের
পার্থক্য হলো ,এখানে গত
বাধা কিছু থেকে প্রশ্ন
করা হয়না। এখানে নিজের মেধার আসল পরীক্ষা হয়
দুর্দান্ত সব প্রশ্ন সলভ
করার মাধ্যমে।
তাহলে
শুরু হোক মেধার যুদ্ধ??!!
Segment :
1. Math
2. Biology
Registration Fee: ৫০
টাকা ( Each Segment)
অনলাইন
এবং অফলাইন দুই ভাবেই রেজিস্ট্রেশন
করা যাবে।
অফলাইন:
স্টল (শেখ হাসিনা চত্বর)
Registration link: https://forms.gle/uCRSaTDCY5LdWZZk7
Registration Deadline: 15 February, 2023.
Exam Date : 17
February, 2023
Exam Time & Room Number Will Be Provided Very Soon
Payment Method
Bkash : 01768642768
Rocket : 017686427688
Nagad : 01768642768
পুরস্কার
( For each Segment) :
প্রথম
পুরস্কার : ২৫০০ টাকা, ক্রেস্ট,
গিফট এবং সার্টিফিকেট
দ্বিতীয়
পুরস্কার: ১৫০০ টাকা, ক্রেস্ট,
গিফট এবং সার্টিফিকেট
তৃতীয়
পুরস্কার: ১০০০ টাকা, ক্রেস্ট,
গিফট এবং সার্টিফিকেট
এছাড়াও
প্রতি সেগমেন্টের ৪র্থ থেকে ১০ম
তম পর্যন্ত সকলের জন্য রয়েছে আকর্ষণীয়
পুরস্কার এবং সার্টিফিকেট ।
অংশগ্রহণকারী
সকলের জন্য যা থাকছে
:
১. ই-সার্টিফিকেট
২. শিক্ষা সামগ্রী
৩. স্নাকস
তো আর দেরি কেন,
এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন !!
একাডেমিক
সহযোগিতায়:
Bangladesh Mathematical Olympiad
Bangladesh Biology Olympiad
আয়োজনে
বশেমুরবিপ্রবি
বিজ্ঞান ক্লাব
Any Query:
Ariful Islam :
01767859544
Inbox at
: BSMRSTU Science Club
Whatsapp :
01969565149
Post a Comment
Post a Comment