"দ্যা সিনোজয়িক থট"।
উক্ত ম্যাগাজিনে নিজের লেখা জমা দেয়ার জন্য বশেমুরবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর কাছে লেখা আহ্বান করছি। আশা করে এতে অনেকেই অংশ নিতে আগ্রহী হবেন।
ম্যাগাজিনে
লেখার বিষয়বস্তু -
▪︎বিষয়ভিত্তিক
লেখা-
▪︎দেশীয়
উদ্ভাবন
▪︎সাইন্টিফিক
বুক রিভিউ
▪︎প্রাসঙ্গিক
কার্টুন/কমিকস
▪︎বিজ্ঞানভিত্তিক
কবিতা ও কৌতুক
▪︎মৌলিক
ও অনুবাদিত সাইন্স ফিকশন
▪︎বিজ্ঞানীদের
গবেষণা বা অবদান নিয়ে
কথা
▪︎বিজ্ঞানভিত্তিক
চলচ্চিত্র,টিভি সিরিজ রিভিউ
▪︎বিজ্ঞান
বিষয়ক দেশীয় ও আন্তর্জাতিক আয়োজনে
অংশগ্রহণ করার অভিজ্ঞতা
লেখা
পাঠানোর নিয়ম-
•লেখা
অবশ্যই বাংলাতে হতে হবে
•doc/docx ফরম্যাটে
পাঠাতে হবে
•সর্বোচ্চ
১২০০ শব্দে লেখা পাঠাতে হবে
• লেখকের
নাম, প্রতিষ্ঠানের নাম, ইমেইল, ফোন
নাম্বার ফাইলের সাথে থাকতে হবে
লেখা
পাঠানোর ঠিকানা-
bsmrstuscienceclub@gmail.com
লেখা
সাবমিশনের সর্বশেষ ডেট-
৩০ এপ্রিল, ২০২৩
যেকোনো
প্রয়োজনে ইনবক্স করুন-
www.facebook.com/BSMRSTUSC
The Cenozoic Thought অর্থ
নতুন জীবনের চিন্তাভাবনা বুঝায়।
(মূলত
আমরা বর্তমানে যে জিওলজিক্যাল টাইম
স্কেলে আছি এটা সিনোজোয়িক
যুগ (Cenozoic era) নামে পরিচিত। ধারণা
করা হয় এই যুগে
বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রানী মূলত বিভিন্ন প্রানী
(পশু-পাখি), সপুষ্পক উদ্ভিদ এবং মানুষের আধিপত্যের
বিস্তার হয়। তাহলে বলা
যায়, পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞান চর্চার সূচনা হয় এবং ধীরে
ধীরে উন্নতি লাভ করে।
সিনোজোয়িক
শব্দটি দুটি গ্রীক শব্দ
থেকে এসেছে "সিনোস" অর্থ নতুন এবং
"জোয়" অর্থ জীবন অর্থাৎ
"সিনোজোয়িক" অর্থ "নতুন জীবন")
আমাদের
BSMRSTU Science Club আমাদের
বশেমুরবিপ্রবিতে অন্যতম একটা বিজ্ঞান সংগঠন,
এর মাধ্যমে আমরা আশা করি
পরবর্তীতে অনেক বিজ্ঞান বিষয়ক
কাজ সংগঠিত হবে যেখানে বিজ্ঞানের
সকল শাখার সমন্বয় হবে এবং এর
মাধ্যমে আমরা অর্থাৎ আমাদের
শিক্ষার্থী, আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের ক্লাব
আরও সমৃদ্ধি লাভ করব। অদূর
ভবিষ্যতে হয়ত আমাদের মধ্যেই
কেউ বিজ্ঞানী হবে এবং তাদের
চিন্তাভাবনা দিয়ে বিশ্বের অনেক
গুরুত্বপূর্ণ আবিষ্কার এ অংশগ্রহণ করবে
ফলে নতুনত্বের আবির্ভাব হবে এরই ধারাবাহিকতাকে
কেন্দ্র করে আমরা আমাদের
যে বার্ষিক ম্যাগাজিনটি প্রকাশিত করতে চাচ্ছি এর
নাম " The
Cenozoic thought " রেখেছি
কেননা "The
Cenozoic Thought " দ্বারা
যেমন নতুন জীবনের চিন্তাভাবনা
বোঝায় ঠিক তেমনি বশেমুরবিপ্রবির
BSMRSTU Science Club এই
ক্যাম্পাসের ভবিষ্যত বিজ্ঞানীদের বিজ্ঞান বিষয়ক নতুন নতুন চিন্তাভাবনা এই ম্যাগাজিন এ
প্রকাশের মাধ্যমে তাদের নতুন নতুন চিন্তাভাবনাকে
বিকশিত করার মাধ্যমে সামনে
এগিয়ে যাবে এবং ভবিষ্যতে
বিশ্ববিদ্যালয় ও দেশের মুখ
উজ্জ্বল করবে।
Post a Comment
Post a Comment