আপনাকে যদি বলা হয় ২০২৩ সালে এসে আপনার কোন কোন স্কিল রিলেটেড ধারণা অবশ্যই থাকা জরুরি? তাহলে যার নাম শুরুতেই চলে আসবে তা হচ্ছে ব্লকচেইন। পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে ডেটার রেকর্ডের বিশ্বস্ততা এবং নিরাপত্তার নিশ্চয়তা দিবে ব্লকচেইন প্রযুক্তি। ইন্টারনেট আবিস্কারের পর পৃথিবীর সবচেয়ে উদ্ভাবনী আবিস্কার এই ব্লকচেইন। পরিবর্তনশীল বিশ্বে তুমুল আলোচনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্য ক্যারিয়ার সম্ভাবনার এক জনপ্রিয় মাধ্যম হবে এই ব্লকচেইন প্রযুক্তি।

অনেকেই হয়তো ক্রিপ্টোকারেন্সিতে এর ব্যাবহার সম্পর্কে কিছুটা হলেও শুনে এসেছেন। ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ব্যাংকিং, শেয়ার বাজার, মেডিকেল সেক্টর, ভোটিং সেক্টর ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার সম্ভব। আগামী ভবিষ্যতের প্রযুক্তি সব কিছু একসময় ব্লকচেইন নির্ভর হবে। আমাদেরকেও নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি আমরা এখনই নিজেদের মানিয়ে নিতে না পারি, তাহলে আমরা হয়তো এগোব ঠিকই, কিন্তু অন্যরা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে।

তো আর দেরি কেনো? ব্লকচেইন নিয়ে বিস্তর জ্ঞান লাভের জন্য ফ্রি ওয়েবিনারে যোগ দিতে আজই রেজিস্ট্রেশন করুন।

Registration link: https://forms.gle/6hjWsopBFjvFVJNB7

In collaboration with Bright Skills, BSMRSTU Science Club presents free webinar on:

"Exploring the Power of Blockchain: Revolutionizing the Future of Technology"

Time: March 05, 2023 at 09:00 PM

Platform: Zoom (Link will be shared through your given information)

Keynote Speaker:

Shaikat Majumder

Blockchain and Data Science Expert

Technical Training Faculty, Cloud Innovation Department

Creative IT Institute

Blockchain Developer & Researcher,

NETHERMIND

Registration Deadline: March 04, 2023