"চলো বিজ্ঞান শিখি"
না করলে ভয়, চর্চায় হবে বিজ্ঞান জয়
বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব কর্তৃক বিজ্ঞানমস্ক কিশোর-কিশোরী গঠনের প্রচেষ্টায় আয়োজিত হয়েছে বিজ্ঞানভিত্তিক কর্মশালা। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সাদমান বিন কাওসার ও মারিয়া আফরিন রাফার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ২ টায় গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুল ও কলেজে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিউলি দাস, উপাধ্যক্ষ, জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া ইয়াসমিন সুবর্ণা, সহকারী শিক্ষক, জেলা প্রশাসন স্কুল ও কলেজ, গোপালগঞ্জ।
আয়োজন ছিলো ৩ টি পর্বে বিভক্ত। কুইজ প্রতিযোগিতা ,বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট শো,বিজ্ঞানের উদ্ভাবনী আবিষ্কার ও বিজ্ঞানের নানা কুসংস্কারকে জানা বিজ্ঞানভিত্তিক প্রেজেন্টেশন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম ৫ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথি শিউলি দাস বিজ্ঞান ক্লাবেকে ধন্যবাদ জানিয়ে বলেন "এটা আমাদের শিক্ষার্থীদের শেখার প্লাটফর্ম। ওরা শিখছে দেখেই ভালো লাগছে। এমন আরও আয়োজন প্রত্যাশা করি। "
বিশেষ অতিথি সুরাইয়া ইয়াসমিন সুবর্ণা বিজ্ঞান শিক্ষার উপরে জোর দিয়ে বলেন" শিক্ষার্থীরা তোমরা বিজ্ঞানমূখী হলেই আমাদের সমাজ পরিবর্তন হবে।
গোপালগঞ্জে বিজ্ঞানকে প্রান্তিকরণের যাত্রার সূচনা এটি বলে মন্তব্য করেন সভাপতি রাকিবুল ইসলাম। তিনি আরও বলেনবআগামীতে আমাদের কার্যক্রম আরও প্রসারিত হবে।সকলের দোয়া ও সাহায্য কামনা করে তিনি স্কুল কতৃপক্ষ কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার তরুণপ্রজন্মকে বিজ্ঞানমস্ক করে গড়ে তোলা বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের এর মূল লক্ষ্য।
|
|
![]() |
![]() |
Post a Comment
Post a Comment