বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সেমিনার রুমে " নবীনবরণ ও ক্যারিয়ার আড্ডা-২০২২ " প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড এন্ড্ এগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মোঃ মোস্তফা কামাল এবং ফিশারিজ এন্ড্ মেরিন বাইওসাইন্স বিভাগের লেকচারার নিয়াজ আল হাসান।



 


 


 

 


 

 

 

 

অনুষ্ঠানের সম্পূর্ণ সময়টুকু জুড়ে বিজ্ঞান ক্লাবের বিভিন্ন একাডেমিক কার্যক্রম নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, গবেষণা আর্টিকেল রাইটিং ও পাবলিকেশন বিষয়সমূহে স্লাইড পেজেন্টেশন, ডিসকাশন - সাইন্স টক এবং ক্যারিয়ার আড্ডা বিষয়ে অতিথিবৃন্দরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি অনুষ্ঠানের একটি পর্বে ক্লাব কর্তৃক আয়োজনকৃত দুটি প্রতিযোগিতা ব্রেইন টিজিং কনটেস্ট এবং বিজ্ঞান কল্পকাহিনী লেখনি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।গত ১ বছরে ক্লাবের নিয়মিত কার্যক্রমসমূহে সর্বোচ্চ অবদানকারী ১০ জন নির্বাহী সদস্যকেও সংবর্ধনা প্রদান করা হয়।