"ব্রেইন টিজিং কন্টেস্ট"
বিজ্ঞানের বিস্ময়কর, যুক্তিগত এবং আকর্ষণীয় বিষয়সমূহে শিক্ষার্থীদের মধ্যে জানার আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এই অনন্য বিজ্ঞান ভিত্তিক আয়োজন।এই আয়োজনের পৃষ্ঠপোশকতায় উক্ত প্রতিযোগিতার মেন্টর হিসেবে যুক্ত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের তরুন সহকারী গবেষক চন্দন কুমার মন্ডল ও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আমাদের বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মো: কামরুজ্জামান স্যার।
আয়োজনের সার্বিক কার্যক্রম ১১ই জুন, ২০২২ এ শুরু হয়,, শিক্ষার্থীরা কন্টেস্টটিতে অফলাইন ও অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে। যার প্রেক্ষিতে ১৮ই জুন " ব্রেইন টিজিং কন্টেস্ট " এর মূল সূচি আরম্ভ হয়।পরীক্ষাটি সকলের অংশগ্রহণে সুন্দর ও স্বাভাবিক ভাবে সম্পন্ন হয়ে।
অত:পর পরিদর্শকমন্ডলীর সহযোগিতায় ৫ই জুলাই, ২০২২ এ কন্টেস্ট এর বিজয়ী প্রার্থিদের নাম ঘোষনার মাধ্যমে "ব্রেইন টিজিং কন্টেস্ট" ইভেন্টটির সফলভাবে সমাপ্তি ঘটে।
Post a Comment
Post a Comment